চট্টগ্রাম পটিয়ার হাবিলাসদ্বীপ গ্রামের "হাবিলাসদ্বীপ নিউস্টার ক্লাব "আয়োজিত স্বর্গীয় রেণুবালা সর্দ্দার স্মৃতি আন্তঃ নাইট গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২৪ এর কোয়াটার ফাইনাল খেলা আজ রাত আটটায় হাবিলাসদ্বীপ ব্যাংকের মাঠে।
বীর মুক্তিযোদ্ধা শহীদ আসলাম মিয়া স্মৃতি সংসদ বনাম পটিয়ায় ঐতিহ্যবাহী হুলাইন হাবিলাসদ্বীপ মুকুটনাইট অন্তরঙ্গ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় বীর মুক্তিযোদ্ধা শহীদ আসলাম মিয়া স্মৃতি সংসদ টীমকে কোয়াটার ফাইনালে ৪ উইকেটে হারিয়ে হুলাইন হাবিলাসদ্বীপ মুকুটনাইট অন্তরঙ্গ ক্লাব সেমি ফাইনালে খেলার গৌরব অর্জন করে।
খেলার স্কোর ছিলো-আসলাম মিয়া সংসদ - ৪৩
হুলাইন হাবিলাসদ্বীপ মুকুটনাইট অন্তরঙ্গ ক্লাব -৪৫