
মো ইয়াকুব আলি প্রতিনিধি:
তীব্র তাপদাহে পুড়ছে সারা দেশ, তাই এই তীব্র তাপদাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে লালমনিরহাটের কালীগঞ্জে ওলামা পরিষদের আয়োজনে বিশেষ নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ইস্তিস্কার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লিরা। এ সময় নামাজের ইমামতি ও দোয়া পরিচালনা করেন, কালীগঞ্জ উপজেলা ওলামা পরিষদের সভাপতি: হযরত মাওলানা আব্দুস সাত্তার। এসময় আরও উপস্থিত ছিলেন, কাকিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহির তাহু, কাকিনা ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি: মাওলানা তাজুল ইসলাম, কাকিনা হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মনসুর আলী,নয়াদিঘি ঈদগাহ এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম, হাফেজ মুহাম্মদ রাকিবুল ইসলাম , তুষভান্ডার কেন্দ্রীয় মসজিদের খতিব নুরুন্নবী নুর ইসলাম, চন্দ্রপুর স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।










