চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা ১২ দিন চলছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে প্রকট আকার ধারণ করেছে। তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন।
এমন অবস্থায় এ অঞ্চলের সাধারণ মানুষ তীব্র তাপদাহে পথচারীদের তৃষ্ণার্থ মেটাতে আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা দ্বিতীয় দিনের মত পানির বোতল বিতরণ করেছে। বুধবার (২৪ এপ্রিল) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পানির বোতল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি নাহিদ হাসান,সম্পাদক নাজমুল হক শাওন,
এ সময় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, ইউনুস আলী মন্ডল,
এমদাদ হোসেন, এসআই লিটন কুমার মন্ডল, বিশিষ্ট জুয়েলারী ব্যবসায়ী আলহাজ¦ আব্দুল জলিল, আলহাজ¦ মানোয়ার মল্লিক, আব্দুর রশিদ মালিথা, আলমডাঙ্গা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সন্জু আহম্মেদ,দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক মীর রোকনুজ্জামান রোকন, ক্রীড়া সম্পাদক সাইদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহরিয়ার শরিফ প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান মুকুল বলেন,
চুয়াডাঙ্গায় টানা ১২/১৩ দিন ধরে একটানা তাপপ্রবাহ বিরাজ করছে। এবছর তেমন বৃষ্টিপাতও হয়নি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমরা খুব কষ্টে আছি। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। তাই আমরা সবাই একত্র হয়ে বিশুদ্ধ পানি বিতরণ করছি। আপনারা যারা বিত্তবান লোক যার যার অবস্থান থেকে বিশুদ্ধ পানি বিতরণ করুন । উল্লেখ্য, আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।