মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ২৪ এপ্রিল বুধবার মাগুরা জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের অডিটোরিয়াম মিলনায়তনে সরকারি ও বেসরকারি হজ্জ যাত্রীদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা ইসলামি ফাউণ্ডেশনের উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান সহ কর্মশালায় উপস্থিত সম্ভাব্য হজ্জ যাত্রীগন।সভায় প্রধান অতিথি" বলেন আমাদের চেয়ে আপনারা যেখানে যাচ্ছেন সেখানে গরম আরো বেশি কাজেই আপনারা সবাই বেশি বেশি পানি পান করবেন নিজরা সুস্থ থাকার জন্য।বিদেশের মাটিতে সবাইকে সুস্থ থাকতে হবে।আপনাদের কাছে আমি দোয়া চাইতে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের যে কোন ভালো কাজে আমাকে আপনাদের পাশে পাবেন।" কর্মশালা শেষে দোয়া ও মোনাজাত করেন ডিসি কোর্টের পেশ ঈমাম আমিনুল ইসলাম।পরিশেষে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সবার সাথে করমর্দন করেন।