
চুয়াডাঙ্গার ওপর দিয়ে টানা ১২ দিন চলছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ। এরই মধ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে প্রকট আকার ধারণ করেছে।
তীব্র গরম ও তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। এমন অবস্থায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গার দারুস সালাম ঈদগাহ ময়দানে বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন।বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। প্রায় শতাধিক মুসল্লি নিয়ে এই নামাজের জামাতে ইমামতি ও খুৎবা পড়েন কুমারী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান, আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের, নামাজ শেষে বৃষ্টি চেয়ে এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মোনাজাত করেন । এ বিশেষ নামাজ ও মোনাজাত উপস্থিত ছিলেন উপজেলার আলেম-ওলামা সহ আরো অনেকেই এসময় মুসল্লিরা বলেন, চুয়াডাঙ্গায় টানা ১২/১৩ দিন ধরে একটানা তাপপ্রবাহ বিরাজ করছে। এবছর তেমন বৃষ্টিপাতও হয়নি। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমরা খুব কষ্টে আছি। এই অবস্থায় বৃষ্টি হওয়াটা খুব দরকার। বৃষ্টি হলে গরম কিছুটা কমবে। তাই আমরা সবাই একত্র হয়ে এ নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহর নিকট বৃষ্টি বা পানি চেয়েছি।আলমডাঙ্গা আনন্দ ধাম মসজিদের খতিব মাওলানা ইমদাদ হোসেন বলেন, অনাবৃষ্টি ও অতিবৃষ্টির সময় আমাদের মহানবী (সা.) সাহাবীদের সঙ্গে নিয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন। তার দেখানো পথে আমরাও এই উত্তপ্ত পরিস্থিতিতে আল্লাহর দরবারে হাত তুলেছি। এই তীব্র তাপের মধ্যে স্বস্তির বৃষ্টি প্রয়োজন।
উল্লেখ্য, আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।










