
ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে চতুর্থ ধাপের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ ধাপে ৫৫ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন।
আজ মঙ্গলবার(২৩ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের ৩২তম কমিশন সভা শেষে এ তফসিল ঘোষণা হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার(সিইসি)কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে সাড়ে ৩টায় সভাটি অনুষ্ঠিত হয়। পরে মো:জাহাংগীর আলম বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ মে,বাছাই ১২ মে, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ থেকে ১৫ মে, আপিল নিষ্পত্তি ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৯ মে, প্রতীক বরাদ্দ ২০ মে। আর ভোটগ্রহণ হবে ৫ জুন। মো:জাহাংগীর বলেন, এ ধাপে দুই উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। আর বাকি ৫৩ উপজেলায় ব্যালটে।
Facebook Notice for EU!
You need to login to view and post FB Comments!
ভিউ: ২৫৯










