
কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নোংরা ও স্যাঁতসেঁতে মেঝে, জরাজীর্ণ অবকাঠামো আর ময়লা আবর্জনায় ঠাসা।
সবচেয়ে নোংরা পরিবেশ টয়লেট গুলোতে। ভাঙ্গাচোরা দরজা আর দুর্গন্ধ। ময়লা ফেলার পাত্র টয়লেট আর ড্রেনেজ ব্যবস্থা দেখে মনে হবে কখনোই এগুলো পরিষ্কার করা হয় না। অপরদিকে দিনে ও রাতে রয়েছে মশার উপদ্রব। এদিকে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার, নার্স স্বল্পতাসহ নানা সমস্যা নিয়ে ধুকে ধুকে চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। আর এ পরিস্থিতির মধ্যেই প্রতিদিন চিকিৎসা সেবা নিচ্ছেন প্রায় ৩০০ রোগর। এমন অপরিচ্ছন্ন পরিবেশের জন্য জনবল সংকটকে দায়ী করলেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ভিউ: ৫১৩










