
মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার শেখ কামাল স্টেডিয়ামে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি মাগুরা জনাব মোঃ রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু নাসের বেগ জেলা প্রশাসক মাগুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোহাম্মদ শামীম কবির সিভিল সার্জন মাগুরা, মোঃ কলিমু্ল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা,আ ফ ম আব্দুল ফাত্তাহ সভাপতি মাগুরা জেলা আওয়ামী লীগ, প্রফেসর রিজভী জামান অধ্যক্ষ হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা, প্রফেসর আব্দুস সাত্তার অধ্যক্ষ সরকারি মহিলা কলেজ মাগুরা, মোঃ আলমগীর কবীর জেলা শিক্ষা অফিসার মাগুরা।
প্রধান অতিথি মোঃ আবু নাসের বেগ বলেন” আমরা যে উন্নয়নের অভিযাত্রায় আছি বা আমরা যারা অভিযাত্রী তারা আমরা প্রতিনিয়ত কিছু ইনোভেশন করছি। সেই কাজ গুলো জনগনকে সঠিক ভাবে পৌঁছে দিতে এবং জনসেবা সহজভাবে করার জন্য সেই ইনোভেশন প্রয়োজন। আপনারা জানেন সরকার ইনোভিশনের জন্য প্রতি বছর পুরস্কার দেয়।” সবশেষে তিনি শিক্ষাথীদের হাতে তৈরি বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উপকরণের স্টল সমূহ ঘুরে দেখেন এবং উৎসাহ প্রদান করেন।










