
আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলন্ত রিকশায় ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ার ৬ দিন পর ববিতা আক্তার (৩৭) মৃত্যুবরণ করেন।
অসুস্থ স্বামীর দুটো কিডনিই অকেজো তাই নিজের একটি কিডনি দিয়ে মৃত্যুপথযাত্রী স্বামীর প্রাণ বাঁচিয়েছিলেন । তবে এর ৬ মাসের মাথায় নিজেই পরপারে পাড়ি জমালেন এই গৃহবধূ।গেল ১৫ এপ্রিল আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলন্ত রিকশায় ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ার ৬ দিন পর সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনচার্জ মো. ইউসুফ আলী।
ববিতা আক্তার আশুলিয়ার বাইপাইল এলাকার নাদিম মন্ডলের স্ত্রী।
ভিউ: ২৭৫










