দোয়ারায় এফ.বি.এস ফোরাম'র উদ্যোগে সহ সভাপতি মৃ.সামছুল ইসলাম'র মৃত্যুতে আর্থিক সহায়তা প্রদান
সুনামগঞ্জের দোয়ারা বাজারের এফ.বি.সি ফোরাম'র উদ্যোগে অত্র সংগঠন সহ সভাপতি মৃ.সামছুল ইসলামের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলার পান্ডারগাঁও ইউপির ৬নং ওয়ার্ডের পঞ্চগ্রাম সামাজিক ফোরামের রেমিট্যান্স যুদ্ধাদের উদ্যোগে এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন সংগঠনের সহ সভাপতি মৃ সামছুল ইসলামের ছেলের কাছে। সোমবার (২২ এপ্রিল) বিকাল ২ ঘটিকার সময় রাধানগর গ্রামে অনুদানটি দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উষাইরগাঁও গ্রামের প্রতিনিধি হোসাইন আহমদ, সংগঠনের সদস্য গ্রীস প্রবাসী মাছুম আহমদ,নলুয়া গ্রামের প্রতিনিধি তোফায়েল আহমেদ, মছলন্দরগাঁও গ্রামের প্রতিনিধি লায়েক মিয়া সোহাগ, রাধানগর গ্রামের প্রতিনিধি এখলাছ মিয়া, ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাবিবুর রহমান, আব্দুল হাশিম, আব্দুল গফুর, কালাই মিয়া,সবুজ আলী, নুর ইসলাম, সিরাজুল ইসলাম, ফয়সল আহমদ সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন। মোনাজাত করেন রাধানগর জামে মসজিদের ইমাম মাও মিজানুর রহমান। F.V.S ফোরামের সহ সভাপতি সামছুল ইসলামের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন।