বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবার অনলাইনে মনোনয়নপত্র দাখিলের নির্দেশনা থাকায় আগেই প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেন।
রবিবার (২১ এপ্রিল) ছিল সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্রের হার্ডকপি জমা দেয়ার শেষদিন। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২য় ধাপে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে মোট ১৬জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ৫জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান ৩জন। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার কার্যালয়ে ও উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, নিকট মনোনয়ন পত্র জমা দেন। চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেওয়া প্রার্থীরা হলেন, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ি কে এম মঞ্জিলুর রহমান,
হারদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী ও জেলা আওয়ামীলীগের সাবেক নির্বাহী সদস্য নুরুল ইসলাম,
জেলা যুবলীগের যুগ্ম আহবায়কও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জিল্লুর রহমান,
এদিকে আবার মনোনয়ন জমা দিয়েছেন আলমডাঙ্গা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আইয়ুব হোসেন,
এছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমারী গ্রামের কৃতি সন্তান ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মমিন চৌধুরী ডাবু।
এদিকে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৩ প্রার্থী। বর্তমান পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু।
সাবেক জেলা পরিষদের সদস্য কাজল রেখা, ও খাদিমপুর ইউনিয়নের শিবপুর গ্রামের আওয়ামী মহিলা যুবলীগ নেত্রী মনিরা খাতুন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৮ প্রার্থী। জেলা পরিষদের সাবেক সদস্য ও সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান মিজান,
উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খানের ছেলে যুবলীগ নেতা আহমেদ হাসিব খাঁন সৈকত, পৌর এলাকার কলেজ পাড়ার
সাবেক ছাত্রলীগ নেতা কবি
মামুনুর খন্দকার, হারদী গ্রামের মাঠপাড়ার মকলেছুর রহমান, খাদিমপুর মাসুম বিল্লাহ, কুমারী গ্রামের আজিজুল হক, মোঃ আজিজুল হক, মো: সোহেল রানা মনোনয়নপত্র জমা দিয়েছেন।