
সারা দেশের ন্যায় গ্রীষ্মের প্রখর তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে বাগেরহাটের জনজীবন।
গ্রীষ্মের শুরুতেই তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে। বাগেরহাটে গত কয়েকদিন 40° এর উপরে রয়েছে তাপমাত্রা। বাগেরহাটে তাপমাত্রা আরও বাড়াতে পারে বলছে বাগেরহাটের প্রধান আবহাওয়াবিদ হারুন অর রশিদ।তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে বাগেরহাটের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। বোরো ধান কাটার মৌসুমে কৃষকেরা শ্রমিক না পেয়ে বিপাকে পড়েছেন। কোথাও কোথাও শ্রমিকের বদলে ধান কাটছে যন্ত্র মেশিন।এদিকে যানবাহনে দেখা দিয়েছে যাত্রী সংকট, প্রখর রোদে রাস্তাঘাটে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না কেউ। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরাও রয়েছে বাড়িতে।তীব্র তাপদাহে সকলকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসন ও আবহাওয়া অফিস। শিশু, বৃদ্ধ ও গবাদিপশুর প্রতি বিশেষ খেয়াল রাখার আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছেন, বিশেষ প্রয়োজন ছাড়া প্রখর রোদে বের না হওয়া, কৃষক-শ্রমিক এবং দিনমজুরদের খাবার স্যালাইন এবং বেশি বেশি তরল জাতীয় খাবার খেতে হবে।










