
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের চাঁদখালী বাজার সংলগ্ন কপোতাক্ষ নদে আন্ত:জেলা বড়দল-চাদঁখালী নামক খেয়াঘাট’টি সরকার বাহাদুর থেকে ১ বছর মেয়াদি ইজারা নিয়ে সরকারি নিয়মনীতি মেনে টোল আদায় করছেন ইজারাদার হারুন সরদার। এদিকে গত ১৯ ও ২০ শে এপ্রিল বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় অত্র খেয়া-ঘাটটি’তে অবৈধভাবে টোল আদায় করা হচ্ছে মর্মে প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছেন ইজারাদার হারুন সরদার।২০ শে এপ্রিল শনিবার সরজমিন ঘুরে ও প্রাপ্ত সূত্রে জানা যায়, হারুন সরদারকে গত ১২/২/২০২৪ তারিখে খুলনা বিভাগীয় কমিশনার কার্যলয়ের পরিচালক (যুগ্ম-সচিব) মোঃ তবিবুর রহমান সাক্ষরিত, স্মারক নং- ০৫.৪৪.০০০০.০০৪.০৪.০০৫.২২-৪৮, পত্রে হারুন সরদার কে ১ বছরের জন্য খেয়াঘাটটি ইজারা প্রদান করেন। পত্রে উল্লেখ করেন, আন্ত:জেলা খেয়াঘাট বন্দোবস্ত কমিটির ০৭/০২/২০২৪ তারিখের সভার সিদ্ধান্ত মোতাবেক খুলনা বিভাগাধীন খুলনা ও সাতক্ষীরা জেলার মধ্যবর্তী সীমানায় অবস্থিত বড়দল-চাদঁখালী খেয়াঘাটটি বাংলা ১৪৩১ সালের জন্য বড়দলের বুড়িয়া গ্রামের জোহর আলী সরদারের ছেলে হারুন সরদার কে ৫৯,২০০/- টাকা মূল্যে ইজারা প্রদান করা হয়। পত্রে আরো উল্লেখ থাকে, বাংলা ১৪৩১ সালের ১ লা বৈশাখ থেকে ৩০ শে চৈত্র পর্যন্ত ১ মেয়াদি বড়দল-চাঁদখালী খেয়াঘাট টি হারুন সরদারের অনুকূলে দখল হস্তান্তর করার জন্য আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার কে নির্দেশ প্রদান করা হয়।
এবিষয়ে বড়দল ভূমি অফিসের নায়েব আবু বক্কর সিদ্দিক বলেন, হারুন সরদার কে বাংলা ১৪৩১ সালের ১ লা বৈশাখ থেকে ৩০শে চৈত্র পর্যন্ত (১ বছর মেয়াদি) বড়দল-চাদঁখালী খেয়াঘাট টি ৫৯,২০০/- ইজারা মূল্যে প্রদান করা হয়েছে এবং উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশে তাহার অনুকূলে অত্র ঘাটটি বুঝিয়ে দেওয়া হয়েছে।
এবিষয়ে আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর বলেন, ইজারাদার হারুন সরদার কে আন্তঃজেলা বড়দল-চাদঁখালী খেয়াঘাট দখল দেওয়া হয়েছে।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন বলেন, হারুন সরদারের কাগজ পত্র উর্ধতন কতৃপক্ষের নিকট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অত্র আদেশের অনুলিপি সদয় জ্ঞাতার্থে কার্যার্থে জেলা প্রশাসক খুলনা/সাতক্ষীরা। উপজেলা নির্বাহী অফিসার পাইকগাছা, খুলনা। বিভাগীয় কমিশনারের একান্ত সচিব খুলনা। ভারপ্রাপ্ত কর্মকর্তা পাইকগাছা থানা খুলনা/আশাশুনি থানা সাতক্ষীরা সহ হারুন সরদার কে প্রদান করা হয়েছে মর্মে পত্রে উল্লেখ রয়েছে।










