
সুনামগঞ্জের জামালগঞ্জে আট বছরের এক শিশুকে ধ’র্ষ’ণে’র অভিযোগে আম্বর আলী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
ধ’র্ষ’ক আম্বর আলী উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃ’ত আলতু মিয়ার ছেলে। ধ’র্ষি’ত শিশুটির বাবা জানান, তার স্ত্রীর সাথে গত প্রায় ৪ বছর পূর্বে তার বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকেই তারা উভয়েই অন্যত্র বিয়ে করে আলাদা সংসার করতে শুরু করেন। ধ’র্ষি’ত শিশুটির বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর থেকেই নানার বাড়ি শরিফপুর গ্রামে ঠাঁই হয় তার। গত শুক্রবার শিশুটির নানা নানীর সাথে পার্শ্ববর্তী গ্রামে বেড়াতে যান শিশুটি। সেখানে রাত্রি যাপন করার পর শনিবার সকাল ৭ টার দিকে শিশুটির নানী তাদের নিজ বাড়িতে পাঠান হাঁস, মুরগী খোয়ারের দরজা খুলে দিয়ে আসার জন্য। শিশুটি বাড়িতে আসার পথে ধ’র্ষ’ক আম্বর আলীর নজরে পড়ে যায়। রাস্তায় পিছু নিয়ে শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে প্রলোভন দেখিয়ে রাস্তার পার্শ্ববর্তী নির্মাণাধীন বিল্ডিং ঘরের ভেতর নিয়ে জোর পূর্বক ধ’র্ষ’ণের চেষ্টা করেন আম্বর আলী (৬৫)। পরে শিশুটির শব্দে পাশে থাকা ঘরের লোকজন দেখে ফেললে, সাথে সাথে আম্বর আলী শিশুটির হাতে ২০ টাকা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে লোকজন শিশুটিকে উদ্বার করে জিজ্ঞেস করলে শিশুটি ও স্বাক্ষীগন তার বাবা ও নানীর কাছে বিস্তারিত বলার পর রবিবার (২১ এপ্রিল) সকালে শিশুটির বাবা বাদী হয়ে জামালগঞ্জ থানায় একটি শিশু ধ’র্ষ’ন মামলা করেন। এতে সাথে সাথেই অভিযুক্ত আম্বর আলীকে আটক করেন জামালগঞ্জ থানা পুলিশ। জামালগঞ্জ থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, থানায় অভিযোগ দায়ের করার পর পরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে।










