
তৌহিদ রিপোর্টার মাগুরা: মাগুরায় ওজোপাডিকো এ র আওতায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ব্যপক ভোগান্তি।
জানা যায় যে, ঈদ পরবর্তী বিদ্যুৎ ব্যবহারের সময় মিটারের টাকা শেষ হয়ে গেলে পূর্বের মত গ্রাহকরা মোবাইলে টাকা রিচার্জ করতে গেলে কোনভাবেই সফল হতে পারেনা।কারন হিসেবে বিদ্যুৎ কতৃপক্ষ ওয়েবসাইটকে দোষারোপ করেন।তারা বলেন তীব্র গরমে ইন্টারনেটের তার সমূহ প্রচন্ড গরম হয়ে যাওয়ায় ইন্টারনেটের ওয়েবসাইট ঠিক মত কাজ করছেনা।ফলে গ্রাহকদের অতীতের মত বিদ্যুৎ অফিসে গিয়ে বিল পরিশোধ করতে হচ্ছে।
এ ব্যাপারে মাগুরা শহরের কাউন্সিল পাড়া নিবাসী সাদিয়া রহমান বাপ্পী আমার সময় প্রতিবেদককে বলেন”আমরা গত ঈদের পর থেকেই এমন সমস্যার মধ্যে দিয়ে অতিবাহিত করছি আশা করছি বিষয়টি কতৃপক্ষ খুব শীঘ্র সমাধান করবেন।সফটওয়্যারের এ জাতীয় জটিলতার করনে প্রতিদিন বিদ্যুৎ অফিসে প্রচুর পরিমানে গ্রাহকদের ভীড় পরিলক্ষিত হচ্ছে।










