
আসন্ন ২১ মে ষষ্ঠ উপজেলা পরিষদ ২য় দফা নির্বাচনে অংশগ্রহণের জন্য অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেছেন জামালপুর আইন কলেজের অধ্যক্ষ ও ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আঃ ছালাম।শনিবার(২০ এপ্রিল) বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে বিশেষ বর্ধিত সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেসের সভাপতিত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।বর্ধিত সভায় ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগ সহ সর্বস্তরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তাঁকে বিজয়ী করতে গণসংযোগসহ সকল ধরণের সহযোগিতা করার অঙ্গিকার করেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান শাজাহান, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহাদাত হোসেন স্বাধীন, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান, সরদার জাকিউল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ,মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি, যুবলীগ সভাপতি শেখ মোহাম্মদ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মোহন মিয়া,যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যূঁথী,সাধারণ সম্পাদক নাজনীন আক্তার পলি, ছাত্রলীগ সভাপতি নুরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন ও পৌর ছাত্রলীগের সভাপতি আসাদুল্লাহ আকাশ প্রমুখ ।










