সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মৌয়াল নি’হ’ত
Spread the love

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নি’হ’ত হয়েছে বলে জানা যায়।

নি’হ’ত বাচ্চু গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।নিহত বাচ্চুর সহযোগী সাইফুল গাজী, বিল্লাল কয়াল, আমিনুর গাজী, ও শফি গাজীর তথ্য মতে জানা যায়, গতকাল (১৯শে এপ্রিল) বিকাল আনুমানিক তিনটার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা অফিসের দাইরগাং ফুলখালি খালের এলাকায় মধু আহরণ করার সয়ম হঠাৎ বাচ্চুর উপর বাঘের আক্রমণ হয়।বাঘের হুঙ্কার ও বাচ্চুর চিৎকার শুনে আমরা সকলে একত্রিত হয়ে নি’হ’তের ক্ষতবিক্ষত লা’শ উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর দেখা যায় বাচ্চুর গলা ও বুকে ক্ষত সৃষ্টি হয়েছে। উদ্ধার পরবর্তী কাছিকাটা অফিসে যোগাযোগ করে লা’শ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই।সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ সহকারী নুর আলম জানান, গত ২ এপ্রিল বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাশ নিয়ে বাচ্চু গাজী তার সহকর্মী মৌয়ালদের সাথে সুন্দরবনের গহীনে মধু আহরণ করতে যায়। সকালে বাঘের আক্রমণে তার মৃ’ত্যু’র খবর পাওয়া গেছে। পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী বলেন, মনিরুজ্জামান বাচ্চু বৈধ পাশ নিয়ে সুন্দরবনে মধু আহরণ করতে যায়। সকালে জানতে পারি সে বাঘের আক্রমণে মৃ’ত্যু বরণ করেছেন। ঘটনাস্থলে ময়নাতদন্ত সাপেক্ষে বনবিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হবে যাতে সে সরকারি সহযোগিতা পেতে পারে।নিহতের লা’শ এলাকায় পৌঁছানোর সাথে সাথে সকলে কান্নায় ভেঙে পড়েন। হাজার হাজার মানুষ লা’শ দেখতে ভীড় জমায়।
নি’হ’ত বাচ্চু ছিলেন ঐ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার মা, দুই ছেলে ও মেয়ে আছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31