আওয়ামীলীগ সরকার মুক্তিযোদ্ধের চেতনায় বিশ্বাসী। বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ট সন্তান।
তাদের আত্নত্যাগের বিনিময়ে ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামে দেশ পেয়েছি লাল সবুজের পতাকা। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। এ সরকারের আমলে মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়ন হয়েছে। এখন বীর মুক্তিযুদ্ধারা ভালো আছেন। শনিবার (২০ এপ্রিল) দুপুরে বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আয়োজনে সাচনা বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সুনামগঞ্জের জামালগঞ্জে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব কথা বলেন, প্রধান অতিথি সুনামগঞ্জ-১ আসনের এমপি এড. রনজিত সরকার।
বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কল্লোল সরকারের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, আ.লীগ নেতা এড. আব্দুল খালেক, সাবেক ছাত্রলীগ সভাপতি এড. নাসিরুল হক আফিন্দী, বীর শ্রীকান্ত তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম কলমদর, যুবলীগ নেতা জসিম উদ্দিন তালুকদার, সাবেক শ্রমিকলীগ সায়েম পাঠান প্রমূখ।