
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাত, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। বান্দরবান পার্বত্য জেলার সদর থানার মামলা নং ১৫, তারিখ-৩১/০৫/২০১২, ধারা-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড মোতাবেক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কফিল উদ্দিন’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাবের গোয়েন্দা নজরদারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন মালুমঘাট এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৯ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ২০.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে কফিল উদ্দিন (২৮), পিতা-আঃ রশিদ, সাং-উত্তর মেধা কচ্ছপিয়া, থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং এ যাবত পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল মর্মে স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।