
হিজলায় দেলোয়ার হোসেন ফারুক ঢালীর নির্বাচনী প্রচারনা ও মটর সাইকেল মহড়া দিয়ে দোয়া চাইছেন সবার কাছে ৷
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের হিজলায় প্রচার প্রচারনায় ব্যাস্ত সময় পার করছে, হিজলা উপজেলার সাবেক চেয়ারম্যান মরহুম হাজী বেলায়েত হোসেন ঢালীর স্নেহের ভাই, উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ইং চেয়ারম্যান পদপ্রার্থী জনাব দেলোয়ার হোসেন ফারুক ঢালী ৷
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দেলোয়ার হোসেন ফারুক ঢালী ভোটারদের ধারে ধারে উন্নয়নে নানা প্রতিস্রুতি দিয়ে চাইছেন ভোটও ৷ ভোটাররা বলছেন, সব সময় ফারুক ঢালীকে কাছে পাওয়া যাবে, তার কাছে মনের সুখের দুঃখের সব কথা বলা যাবে, তিনি একজন সৎ যোগ্য শিক্ষিত প্রার্থী ৷ তাই আগামি উপজেলা পরিষদ নির্বাচনে, দেলোয়ার হোসেন ফারুক ঢালীকে ভোট দিয়ে জয়ী করতে চান তারা ৷
ভিউ: ২৮৯










