দীর্ঘ নয় বছর পর মাগুরা স্টেডিয়াম পাড়া যুব সংঘের নতুন কমিটি গঠন
Spread the love

২০১৫ সালে প্রতিষ্ঠিত মাগুরা স্টেডিয়াম পাড়া যুব সংঘের মেয়াদকাল পাঁচ বছরের জন্য নির্ধারিত থাকলেও তা নয় বছরে গড়ায়।

যা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে মেয়াদ উত্তীর্ণ বলে পরিগণিত হয়।।অতিরিক্ত চার বছর পূর্বের কমিটির সভাপতি তার ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য নতুন করে কমিটি গঠনে ঘোষণা না দেওয়াতে সামাজিক উন্নয়ন কর্মকান্ড একেবারেই স্থবির হয়ে পড়ে, যা দ্বারা সমাজের যুব শ্রেণী সহ বিভিন্ন স্তরে নেতিবাচক প্রভাব পড়তে থাকে এমন মন্তব্য করেন বর্তমান সভাপতি জনাব এম,আই,কানন।

সেই প্রেক্ষিতেই সকল শ্রেণীর জনসাধারণের সাথে মতবিনিময়ের মাধ্যমে মহল্লা আওয়ামী লীগের সভাপতি জনাব খবিরুল ইসলাম টোকন সাহেবের প্রস্তাবনায় মেয়াদোত্তীর্ণ পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে নগর পিতা জনাব খুরশিদ হায়দার টুটুল সাহেবের অনুমতি সাপেক্ষে জনাব রানা আমির ওসমান রানা সাহেব (সাংগঠনিক সম্পাদক মাগুরা জেলা আওয়ামী লীগ) ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম সাবেক সদস্য ও সাবেক আবাহনী ফুটবল দলের ক্যাপ্টেন জনাব মেহেদী হাসান উজ্জল সহ শত শত সিনিয়র সিটিজেন এবং যুব সমাজের এর উপস্থিতিতে পূর্বের সভাপতি জনাব ফজলুর রহমান ফজলুকে অব্যাহতি দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন সভাপতি হিসেবে জনাব এম আই কানন ও সেক্রেটারি হিসেবে জনাব মিন্টু শেখ সাবেক মোহামেডান ফুটবল টিমের অধিনায়ক কে দায়িত্ব প্রদান করা হয়।।একান্ত সাক্ষাৎকারে নতুন সভাপতি জানাব এম আই কানন কে তার কর্ম পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন” মহান রাব্বুল আলামিন কখনো কখনো দায়িত্ব দিয়ে এবং দায়িত্ব কেড়ে নিয়ে দুই ভাবেই পরীক্ষা করে থাকেন।তিনি আরো বলেন দীর্ঘ ৩০ বছর এখানে আমরা বাসস্থান নির্মাণ করেছি আমি নিজে একজন বিজনেসম্যান।তা সত্ত্বেও স্টেডিয়াম পাড়া সমাজ বিনির্মাণে দীর্ঘ প্রায় ১৫ বছর শারীরিক মানসিক এবং অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে প্রতিনিয়ত সচেষ্ট থেকে সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা পালন করেছি।তাই আমি মনে করি আমার সুস্থ সুন্দর অবস্থান দ্বারা অতীতের ন্যায় আগামীতেও সমাজের মঙ্গলে কিছু করা অবশ্যই আমার নৈতিক দায়িত্ব।।তিনি আরো বলেন ছিলাম, আছি, থাকবোএই তিন সত্যের উপর বিশ্বাস স্থাপন করলে অনেক বড় বড় সমস্যা খুব সহজভাবে সমাধান হয়ে যায়।।কাজ করবার নিমিত্তে প্রাপ্ত দায়িত্ব কে ক্ষমতা হিসেবে না দেখে জবাবদিহিতার ভিত্তিতে তা নিরূপণ করাই শ্রেয়।
সাম্য এবং আন্তরিক মানসিকতার উপর ভিত্তি করে যেকোনো সংগঠন পরিচালিত হওয়া উচিত। সামাজিক এবং রাজনৈতিক সমাজ ব্যবস্থায় স্থিতিশীল ধারা প্রবাহিত করতে হলে অবশ্য অবশ্যই সমাজ বিনির্মাণে সুস্থ সুন্দর মানুষদের উপস্থিতি একান্ত প্রয়োজন।তিনি আরো বলেন সরকারের একার পক্ষে সব ধরনের কাজ করা সম্ভব হয়না, তাই সরকারের সহায়ক হিসাবে ভূমিকা পালনে সমাজের সচেতন মানুষকে এগিয়ে আসতে হবে।
পরিশেষে নতুন সভাপতি জানাব এম আই কানন এবং সেক্রেটারি জনাব মিন্টু শেখ সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করেন।সবশেষে নতুন কমিটির নেতৃবৃন্দ মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ, পৌর মেয়র,সাবেক জতীয় ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল ও এম পি সাকিব আল হাসানের পিতার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31