
ঢাকা জেলা জজ কোর্টে বাদী কর্তৃক একটি যৌতুক মামলার বিচার শেষে এক বছরের সাজা পেলেন কাউখালী উপজেলার অভিযুক্ত আসামি।
পিরোজপুর কাউখালী উপজেলার ৪নং চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের,সুবিদপুর গ্রামের মোঃ আলতাফ হোসেন জমাদ্দার এর পুত্র মোঃ আক্তার হোসেন জমাদ্দারের বিরুদ্ধে নির্যাতিত ও যৌতুকের শিকার বাদী কর্তৃক গত ২৩/৬/২০১৪ খ্রিস্টাব্দে ঢাকা দায়রা জজ কোর্ট নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা করেন। অতঃপর ১০/০২/২০১৫ খ্রিস্টাব্দে বিচারক মামলাটি আমলে নিয়ে বিচার কার্য শুরু করেন,যাহার মামলা নং-১৬৭। বিগত ৭/৮ বছর চলমান মামলার সাক্ষী ও শুনানি শেষে যৌতুক আইনের বিধানে ৪ এর ৩৫(এ) ধারায় ম্যাজিস্ট্রেট মোঃ বদরুল আলম ভূঁইয়া অতিরিক্ত দায়রা ও জেলা জজ কোর্ট ঢাকা, আসামিকে ২০২৪ সালে এক বছরে কারাদণ্ড প্রদান করেন। আসামি আদালতে উপস্থিত না থাকায় তাহার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলে, কাউখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ জামাল এর নেতৃত্বে কাউখালী সাতুরিয়া থেকে সাজাপ্রাপ্ত আসামি মোঃ আক্তার হোসেনকে ১৯ এপ্রিল (শুক্রবার) গ্রেফতার করে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করেন।










