"প্রাণীসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই স্লোগানকে কেন্দ্র করে বরিশালে দিনব্যাপী প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার ১৮ই এপ্রিল সকাল ১০ ঘটিকায় প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগীতায় বরিশাল সদর উপজেলায় প্রাণিসম্পদ দপ্তর নবগ্রাম রোডে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম,পুলিশ সুপার,বরিশাল, জনাব মোঃ নুরুল আলম, জেলা প্রাণিসম্পদ অফিসার বরিশাল, এবং এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল জেলা,উপজেলা কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বিশ্বাস, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ দোলা বিশ্বাস ।এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং খামারীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল, প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের আগে প্রাণিসম্পদ প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিরা। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এ প্রদর্শনীতে প্রায় ৩৫টি স্টল স্থান পায়। এতে দেশী-বিদেশী ছাগল,ভেড়া, গরু, কবুতর, মোরগ, রাজহাঁস,বিভিন্ন প্রকার পশুপাখি,বরিশাল এর কৃত্রিম প্রজনন বিষয়ক সরঞ্জামাদি,বিভিন্ন রোগ নির্নয়ের যন্ত্রপাতি এবং দুগ্ধজাত খাবার প্রদর্শন করা হয়।