খাগড়াছড়ি সদর উপজেলার য়াকবাকসা ক্লাব উদ্যোগে 'বৈসু' উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
খাগড়াছড়ি সদর উপজেলায় ত্রিপুরা র প্রধান উৎসব বৈসু উপলক্ষে পাহাড়ে ত্রিপুরা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি খোকনেশ্বর ত্রিপুরা, সম্মানিত সদস্য পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি বলেন, আমি চাই, সব জাতিগোষ্ঠীর মধ্যে যে সংস্কৃতি আছে, সব সংস্কৃতির মাঝে ঐক্যের বন্ধন সৃষ্টি হোক। আমাদের যে সংস্কৃতি আছে, অপরাপর জাতিগোষ্ঠীর যে সংস্কৃতি আছে তার মধ্যে একটা মেলবন্ধ হবে।” বৈসু অনুষ্ঠানে সম্মানিত অতিথি পরিমল ত্রিপুরা ( সাবেক ইউপি চেয়ারম্যান)বলেন, আজকে হল আমাদের বৈসু উপলক্ষ্য খেলাধুলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রতি বছর আমরা এর জন্য অপেক্ষা করি। আজকে আমার নির্বাচনী এলাকার মা বাবা ভাইবোনরা সবাই মিলে অংশ নিয়েছি।” ত্রিপুরা কল্যাণ সংসদ সাবেক সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা বলেন, “বৈসু আমাদের ত্রিপুরাদের মাঝে আনন্দ বয়ে নিয়ে আসে।গরিয়ার ঢোল এবং বাঁশির আওয়াজে চারিদিক মেতে উঠে আমাদের ত্রিপুরা পাড়া। আজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ত্রিপুরা জাতির পোশাক পরে অংশ নিচ্ছে মা বোনেরা। আরো বলেন পাহাড়ের প্রাণের উৎসব বৈসাবি উৎসব আর বৈসাবি উৎসব পাহাড়ের সকল সম্প্রদায়ের যেন মিলন মেলা। পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, বলেন বৈসু উপলক্ষে খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়ায় পাড়ায় চলছে গরয়া নৃত্য, বোতল নৃত্যসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই উৎসবের মাধ্যমে পাহাড়ের সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির সুদূরপ্রসারী হবে। বৈসু পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিবারায় ত্রিপুরা, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খগেন্দ্র কিশোর ত্রিপুরা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ নেতা, ধনেশ্বর ত্রিপুরা,সাধারণ সম্পাদক বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ সদর শাখা প্রমূখ।