মাজিদ আল মামুন: নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল), সকাল ৯ টার দিকে ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক মা মোজাম্মেল হক এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি দলীয় পতাকা উত্তোলন করেন। এসময় সেখানে মনোজ্ঞ কুঁচকাওয়াজ প্রদর্শন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা, বিজিবি, আনসার ব্যাটালিয়ন, মেহেরপির সরকারি কলেজ, বালক উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বিএনসিসি এবং সরকারি শিশু পরিবারের সদস্যরা প্রদর্শন করেন। এসময় প্রধান অতিথি সালাম গ্রহণ করেন।
পরে মুজিবনগর আম্রকাননের শেখ হাসিনা মঞ্চে দিবসটি পালন উপলক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও মেহেরপুর জেলা প্রশাসন আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
বাংলাদেশ আওয়ামী লীগ খুলনা বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, সিমিন হোসেন রিমি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, আফজাল হোসেন, সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা, নির্মল কুমার চ্যাটার্জি, জনপ্রশাসন মন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি, মন্নুজান সুফিয়ান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য এস এম নাজমুল হক সাগর এমপি।
এসময় অন্যান্যের মধ্যে, মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, খুলনা বিভাগীয় পুলিশের ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. ফারুক আহমেদ, মেহেরপুর পুলিশ সুপার এসএম নাজমুল হক, মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।
তবে অন্যান্য বারের তুলনায় এবার মুজিবনগরে জনসমাগম কম পরিলক্ষিত হয়েছে।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সন্ধায় মনজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।