মেছবাহ উদ্দিনঃ ট্রাক প্রাইভেট কার অটোরিকশা ত্রিমুখী সং'ঘ'র্ষে নি'হ'ত ১৬ ও আ'হত ৬ জন।
আবারো ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা। ঝালকাঠি গাবখান ব্রিজের ঢালে ট্রাকের ব্রেক ফেইল হয়ে ট্রাক, প্রাইভেট কার ও অটোরিকশার ত্রিমুখী সং’ঘ’র্ষ। এখন পর্যন্ত নি’হ’ত ১২ আ’হ’ত ৬।ঝালকাঠিতে প্রায়ই এরকম দুর্ঘ’টনা দেখা যায়।চালকদের বেপরোয়া গতির কারণে এরকম দুর্ঘ’টনা ঘটে। গাবখান ব্রিজ অনেক ঢালু।কিন্তু চালকরা নির্দিষ্ট গতির নিয়মকানুন না মেনে চালাতে থাকে। গতকালকে এক ট্রাক ড্রাইভার ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার ১০ ফান্ডের টাকা উত্তোলনকারী একজন খাদেমকে পিষে দিয়ে চলে যায়।পরবর্তীতে ঝালকাঠি পুলিশের সহায়তায় ট্রাকসহ তাকে আটক করা হয়। ঠিক আজকেই আবার গাব খান ব্রিজের ঢালে এই দুর্ঘ’টনা ঘটে। আজকের গাপখান ব্রিজের ঘটনার প্রক্ষদর্শী ইকবাল হোসেন জানান ট্রাকের ব্রেক ফেল হওয়ার কারণেই এই দুর্ঘ’টনা ঘটেছে। যারা বেঁচে আছে তাদের অবস্থা আসংখ্যাজনক তাদেরকে ঝালকাঠি সরকারি হাসপাতালে এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।