
বদো মিয়া কি আইনের উর্দ্ধে.? নিরব ভূমিকায় প্রশাসন! সরকারি জমি থেকে মাটি উত্তোলন বন্ধ করার মত কেউ নেই।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের পাশে কোদলা নদী থেকে করিম ব্রিকস এর মালিক বদরউদ্দিন বদো মিয়া আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভেকু মেশিন দিয়ে ৮/১০ টা ট্র্যাক্টর যোগে মাটি উত্তলোন করে নিয়ে যাচ্ছে ঘোষপুর গ্রামে তার ইট ভাটায়।
এতে বিলীন হচ্ছে সরকারি কোদলা নদীর মাটি।ধ্বংস হচ্ছে সরকারি কোটি টাকা প্রকল্পের রাস্তা হুমকির মুখে পরিবেশ।
এই বিষয়ে কাজিরবেড় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সালাম কে একাধিকবার মুঠোফোনে অবগত করার পরেও তিনি কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি।তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ইউএনও এবং এসিল্যান্ড স্যার কে জানান।আমি কিছু করতে পারবো না।
জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা। সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
দ্রুত সরকারি কোদলা নদীর মাটি রক্ষার্থে করিম ব্রিকস এর মালিক বদরউদ্দিন বদো মিয়ার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করার।










