
টিপ্পনি
রাস্তা এখন মরন কুপ
শুয়াইব হোসেন টিনু
হায়রে মরন কখন আসে
কখন সে যায়,
জিন্দা মানুষের চলন দেখে
বুঝার উপায় নাই।
এই দেখ বেঁচে আছে
এই দেখ লাশ,
মাটির ঘরে আসছে রেখে
ছাউনি কাঁচা বাঁশ।
জীবনের প্রতি একেবারেই
যায়না রাখা আস্তা,
মরন কুপে পরিনিত এখন
মোদের দেশের রাস্তা।
ড্রাইভাররা এখন বেপরোয়া
ধারে না নিয়মের ধার,
দুর্ঘটনায় তাই জীবন যায়
প্রতি ক্ষন বার।
ভিউ: ২৭২










