
টাঙ্গাইলের সখীপুরে কাকড়াজান স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
সোমবার(১৫ এপ্রিল)বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ভূয়াইদ কলেজ মাঠ প্রাঙ্গণে এ স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও টাঙ্গাইল সরকারি এম এম আলী কলেজ এর সাবেক ভিপি ও জিএস মোঃ আলমগীর হোসেন চাঁন এ স্পোর্টিং ক্লাবের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ভূয়াইদ টেকনিক্যাল ইন্সটিটিউট এন্ড বিএম কলেজ এর প্রতিষ্ঠাতা মোঃ শামসুল হক,শ্যামল চন্দ্র বর্মন,রাজু বর্মন, শাহআলম,আল আমিন, সিফাত,শুভ,আমিনুল সিকদার, আব্দুর রহমান,তুলা মিয়া,রফিক,জামাল হোসেন প্রমুখ। ক্লাবের আহ্বায়ক বাহাদুর মিয়া বলেন,আমাদের ক্লাবের মোট সদস্য সখ্যা ৬৪ জন,তাদের অনেকেই স্টুডেন্ট,আমরা চাই দেশের সকল তরুণরা খেলার মাঠে ফিরে আসুক,এতে করে সমাজ থেকে মাদক নিয়ন্ত্রণ সম্ভব হবে, এতে করে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে।










