জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি ইসলামপুরে কলেজে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
১৪ এপ্রিল (রোববার) সকালে উপজেলা সরকারি ইসলামপুর কলেজের আয়োজনে কলেজ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পূণরায় কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।এতে নেতৃত্ব দেন সরকারি ইসলামপুর কলেজের রোভার টিচার মো: সোলাইমান হক।এ সময় কলেজের অধ্যক্ষ মোসলিম উদ্দিন,পদার্থ বিজ্ঞানের বিভাগীয় প্রধান মিনাক্ষী প্রসাদ সাহা, প্রাণী বিজ্ঞানের প্রধান রেবেকা সুলতানা, আইসিটি বিভাগের বিভাগীয় প্রধান মঞ্জুরুল হক, হিসাব বিজ্ঞানের শিক্ষক মোরাদুজ্জামান মুরাদ, শাহ-আলম, রোভার লিডার ফারুক হোসেন সুমন, রোভারমেট মাহমুদুর রহমান মাহিন সহ প্রমূখ শুভেচ্ছা বিনিময় করেন।
স্বাভাবিক নিরাপত্তার মধ্যে দিয়ে মঙ্গল শোভাযাত্রায় শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মানুষ অংশ নেন।