
টাঙ্গাইলের সখীপুরে বন্ধন ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোট চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস, মেডিসিন ও কিডনি রোগ চিকিৎসক ডাঃমোঃ ফারুক হোসেন,সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাখাওয়াত হোসাইন,মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মোঃ শফিকুল ইসলাম ও টাঙ্গাইল জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন, নবজাতক ও শিশু রোগ অভিজ্ঞ ডাঃ আবুসালেহ্ মোঃ নাফিজ হাসান ও দন্ত চিকিৎসা প্রযুক্তিবিদ
মারুফ ডেন্টাল কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আরিফুল ইসলাম ও পরিচালক মোঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোট চওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আসলাম পারভেজ সবুজ,সখীপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার,ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শিবলী সাদিক,উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জয়নাল আবেদিন,
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নাজমুলহুদা মাস্টার,দেলোয়ার হোসেন,জুয়েল রানা,মহসিন প্রমুখ।
এবিষয়ে বন্ধন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক সোহেল রানাসহ সাবেক সভাপতি মোঃ কায়ছার আহমেদ বলেন, আমরা সবাই স্টুডেন্ট,আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য সমাজের অসহায় ও দুস্থ মানুষের মাঝে সেবা পৌঁছে দেওয়া। করোনা কালীন সময় থেকে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে আমরা এই মানবিক কাজ গুলোর মাধ্যমে সেবা দিয়ে আসছি সামনের দিনগুলোতেও তাদের পাশে থাকতে চাই। সরজমিনে গিয়ে জানা যায়,ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সখীপুর আল-শিফা মডেল প্যাথলজি এন্ড ডায়াগনস্টিক সেন্টার,যার ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম।
কৃতজ্ঞতার ছড়া
শুয়াইব হোসেন টিনু
নীলা-শুকতারা ফাউন্ডেশন কে
অনেক সাধুবাদ জানাই,
হাসপাতালের ভিত্তপ্রস্তর স্থাপন করাতে
আলমডাঙ্গা এলাকা থানায়
এই ভালো কাজে আমরা খুশি
সত্যিই হলাম ধন্য,
অনেক অনেক শুভকামনা
এই মহতি ফাউন্ডেশনের জন্য।
সেবা পাবো সুস্থ রবো
জেনেও লাগছে ভালো,
এই প্রথম এই ফাউন্ডেশন
জ্বালালো আশার আলো।
স্থানঃ কালিদাসপুর রেলগেট থেকে
১ কিমি উত্তরে (ক্যানেল সংলগ্ন)।
সুত্রঃ এস এফ টিভি বি ডি নিউজ ডটকম










