গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩১।
সকালে অনুষ্ঠানের সভাপতি কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার কাউসার আহমেদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি বৃন্দ, থানা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ,কালিয়াকৈর পৌরসভার কর্মকর্তাবৃন্দ, শিল্পকলা একাডেমির শিক্ষার্থী বৃন্দ ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ দের সাথে নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিন করে মঙ্গল শোভাযাত্রা করেন। উপস্থিত সবার সাজ পোশাক ছিল রঙিন ও বর্ণিল।
মঙ্গল শোভাযাত্রা শেষে অতিথিবৃন্দ মঞ্চে উপবিষ্ট হয়ে, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা নির্বাহী অফিসার তার অধীনস্থ কর্মকর্তাদের নিয়ে স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি একটি স্টলে ফিতাকেটে স্টলের উদ্বোধন করেন।
পহেলা বৈশাখ ১৪৩১নববর্ষ উপলক্ষে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এরপরই শুরু হয় কালিয়াকৈর উপজেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সংগীতানুষ্ঠান। এসো হে বৈশাখ এসো এসো গানের মাধ্যমে শিল্পীরা শুরু করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের সুচনা।দলীয় সংগীত, একক সংগীত একক নৃত্য, দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে উৎসবমুখর হয়ে ওঠে কালিয়াকৈর উপজেলা চত্বর। দর্শক সারিতে বসে অনুষ্ঠান উপভোগ করেন প্রশাসনের পরিবারবর্গ সহ উপস্থিত অতিথি বৃন্দ। অনুষ্ঠানে গান ও নৃত্য প্রদর্শনকারীদের বিশেষ সহায়তা প্রদান করেন,বিশেষ বাদ্যযন্ত্রদল।