
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার যুক্তরাষ্ট্র প্রবাসি শেখ আব্দুল কাদীর ও খালিদ মাহমুদের প্রায় তিন দশক ধরে লালিত স্বপ্ন নিজ জন্মভূমিতে একটি বিশ্বমানের আধুনিক হাসপাতাল নির্মাণ করা।
সেই স্বপ্নকে আজ বাস্তবায়নের লক্ষে আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নে জিকে ক্যানেলের পাশে তাদের উভয়ের মায়ের নামে নীলা-শুকতারা ফাউন্ডেশন (প্রস্তাবিত) প্রতিষ্ঠিত করার পাশাপাশি একটি আধুনিক হাসপাতাল নির্মাণের লক্ষে এর ভিত্তি প্রস্তর স্থাপনার শুভ উদ্ধোধন করেন। হাসপাতালের ভিত্তি প্রস্তর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহা-পরিচালক, গ্রেড-১, অতিরিক্ত সচিব, সমাজসেবা অধিদপ্তর ডঃ আবু সালেহ মোস্তাফা কামাল। এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস, ডাঃ হাদী জিয়া উদ্দীন আহমেদ, কালিদাসপুর ইউপি চেয়ারম্যান শেখ আসাদুল হক মিকা, আলমডাঙ্গা উপজেলা শাখা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলি মাস্টার সহ আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ ও অত্র এলাকার জনসাধারণ। উক্ত অনুষ্ঠানে বক্তারা নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতাল স্থাপনের সাথে জড়িত প্রবাসী শেখ আব্দুল কাদীর ও খালিদ মাহমুদ এবং তাদের পরিবারকে নিঃস্বার্থ এই উদ্যোগ গ্রহণ করার জন্য ভূয়োসি প্রসংসা করেন। তারা আরো বলেন, বিদেশের মাটিতে বসে দেশের মা-মাটির কল্যাণের জন্য চিন্তা করা একটি অতি মহৎ কাজ, পাশাপাশি সকলেই তাদের স্ব-স্ব স্থান থেকে এই হাসপাতালের জন্য সর্বচ্চ সহযোগীতার আশ্বাস দেন। নীলা-শুকতারা ফাউন্ডেশন হাসপাতাল কতৃপক্ষের কাছ থেকে জানা যায় খুব শিঘ্রই তারা নির্ধারিত আধুনিক ডিজাইনের হাসপাতাল ভাবন নির্মানের কাজ শুরু করবেন এবং তারা আশা করছেন কয়েক বছরের মধ্যেই দ্রুত কাজ শেষ করে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার লক্ষে হাসপাতালের মুল কার্যক্রম শুরু করবেন।










