
কচুয়া উপজেলার সহদেবপুর পশ্চিম, ইউনিয়নের কাদিরখিল গ্রামের ঐতিহ্যবাহী সিকদার বাড়ির পরিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কাদিরখিল সিকদার বাড়ী সংলগ্ন মাঠে এ. মিলনমেলা অনুষ্ঠিত হয়।
পরিবারের ৫০০ সদস্যের উপস্থিততে আনন্দ, আড্ডা, সুখ-দুঃখ, গান, কৌতুকে মিলনমেলা মুখরিত হয়ে উঠে। সাংস্কৃতিক আয়োজন ও স্বজনদের আবেগ-উচ্ছাসে প্রাণের স্পন্দন আরও বাড়িয়ে দেয়।মিলনমেলায় মোঃ সাহেব আলী সিকদার সভাপতিত্বে ও জিসান শিকদারের সঞ্চালনায় আয়োজক কমিটির প্রধান সমন্বয়ক ছিলেন মোঃ শরীফ সিকদার। এসময় সভাপতি বলেন,সবাইকে নিয়ে মিলনমেলা উদযাপন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। যারা মিলনমেলায় যোগ দিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, আগামী বছরও এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।মিলনমেলায় আরো বক্তব্য রাখেন, নুরুল ইসলাম সিকদার,আবুল বাশার সিকদার, জাহাঙ্গীর সিকদার,ইউপি সদস্য শাহজালাল সিকদার,মতিন সিকদার, মাহবুব সিকদারসহ প্রমুখ ।
এসময় নুরুল ইসলাম সিকদার বলেন,এ মিলনমেলা যেন জন্ম জন্মান্তরের বন্ধন, যা কখনো ছিড়ে যাবে না’ ।আগামী বছর আমরা আরো বড় পরিসরে মিলনমেলার আয়োজন করবো।
ছবি:কাদিরখিল সিকদার বাড়ীর পারিবারিক মিলনমেলা।










