
পিরোজপুর কাউখালী উপজেলায় ১ম মাদার তেরেসা স্বর্ণ স্মারক পদক অর্জনকারী একজন নৌবাহিনী (অবসরপ্রাপ্ত) কর্মকর্তা, তিনি বিভিন্ন সামাজিক ও মানবাধিকার কর্মী, আদর্শ ব্যক্তিত্ব ও সমাজসেবক “মা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার” এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
উপজেলাধীন ৩নং সদর ইউনিয়নের ৫নংওয়ার্ডের সাহাপুরা-নাঙ্গুলী গ্রামের মৃত:আব্দুল কাদের খান এর ১ম পুত্র, তিনি ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠনের সাথে জড়িত, ছাত্রজীবন সরকারি সিটি কলেজ চট্টগ্রাম ডিগ্রী পড়াশোনা শেষে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন, অতঃপর বিভিন্ন সময়ে চাকরি জীবনে সম্মানী পদমর্যাদা ও পদক প্রাপ্তির মধ্য দিয়ে অবসর গ্রহণ করেন। কাউখালী সদরে একটি চিকিৎসা সেবা “মা ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার”-এর মাধ্যমে সেবা প্রদান করে আসছেন, সেই সাথে উপজেলার মানবাধিকার ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব গ্রহণ করে মানবিক কর্মকান্ডের ফলপ্রসুর জন্য “বাংলাদেশ নারী কল্যান ফাউন্ডেশন”- এর উদ্যোগে স্বাস্থ্য খাতে আদর্শ ব্যক্তিত্ব ও সমাজসেবক হিসেবে তিনি ২০১৫ খ্রিস্টাব্দে মাদার তেরেসা স্বর্ণ স্মারক পদক প্রাপ্তিতে অধিকার লাভ করেন। অতঃপর ২০১৬ খ্রি: ২৩ এপ্রিল ঢাকা জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে তাকে “মাদার তেরেসা স্বর্ণ স্মারক পদক” প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি শিকদার মকবুল হক,অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। এছাড়াও তিনি ২০১৫ সালে বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি আয়োজিত স্বাস্থ্য খাতে বিশেষ সম্মাননা “বাবিসাস অ্যাওয়ার্ড ২০১৫” পদক অর্জন করেন।










