ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠ চত্বরে নবনির্মিত মুক্ত মঞ্চের উদ্বোধন।শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মুক্ত মঞ্চের উদ্বোধন করেন, ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
এ সময় উপজেলা শহরের সাংস্কৃতিক সংগঠক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। রানীশংকৈলের সংস্কৃতিকর্মীদের দীর্ঘ দিনের দাবি ছিল শহরে একটি মুক্ত মঞ্চের। তাদের দাবির প্রেক্ষিতে মুক্ত মঞ্চ নির্মাণের উদ্যোগ নেন, রানীশংকৈল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও সংস্কৃতিকর্মী সোহেল রানা। রানীশংকৈল ডিগ্রি কলেজ চপ্তরে এই মুক্ত মঞ্চে সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে, হবে নাটক, গান ও নৃত্যানুষ্ঠান। শুক্রবার মুক্ত মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি, বিশিষ্ট সংস্কৃতিক ব্যক্তিত্ব ইয়াসিন আলী, সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সইদুল হক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আহাম্মেদ হোসেন বিপ্লব, রানীশংকৈল থানা ইনচার্জ সোহেল রানা, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহাদেব বসাক,জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক, আবু তাহের, প্রেসক্লাব সভাপতি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ারুল ইসলাম প্রমূখ।
এছাড়াও রানীশংকৈল উপজেলার সকল স্তরের রাজনৈতিক সাংস্কৃতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে রানীশংকৈল ধুমকেতু একাডেমীর আয়োজনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাইস-চেয়ারম্যান সোহেল রানা।