প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ডিজিটাল ষড়যন্ত্রকারী ও অপপ্রচারকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবিতে ছাতকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার সকালে ছাতকের জাউয়াবাজারে উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তারা বলেন, ছাতক উপজেলার মিজানুর রহমান, সদরুল ইসলাম লোকমান, কয়সর এম আহমেদ, এম এ মালেক বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগ সরকার নিয়ে গুজব প্রচার করছে। যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানিকর পোস্ট করে যাচ্ছে। অচিরেই তাদের দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখামুখি করতে হবে। সরকার প্রধান ও আওয়ামীলীগ কে নিয়ে তারা বিভিন্ন কার্টুন বানিয়ে প্রচার করছে। নেতাকর্মীদের গালাগালি করছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে গুজব প্রচার করছে তাদের কে কঠিন শাস্তি দেওয়া হোক। যেন ভবিষ্যতে কেউ এধরণের কর্মকাণ্ড করতে না পারে।
এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সহ সভাপতি জমশেদ আলী, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক আল আমিন তালুকদার, ছাত্রলীগ নপতা আলমগীর হোসেন, শাকিল তালুকদার, আনোয়ার হোসেন , স্বওন আহমেদ প্রমুখ।