
বরিশালের হিজলা উপজেলায় ২৯ শে রমজান রোজ মঙ্গলবার আলোকিত গুয়াবারিয়া সংগঠনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৷
আলোকিত গুয়াবারিয়ার সভাপতি মোঃ সাইদুল আলম এর সভাপতিত্বে আলোকিত গুয়াবারিয়ার সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল সাদ্দাম এর পরিচালনায় দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয় ৷ দোয়া ও মিলাদ মাহফিলে নসিহত করেন, আলোকিত গুয়াবারিয়ার এস্থায়ী সদস্য পুবালী ব্যাংক কর্মকর্তা মোঃ তছলিম উদ্দিন, ডাঃ তাসরিফ তালুকদার, ও ডাঃ তানবির তালকুদার ৷
তছলিম উদ্দিব তার বক্তব্য বলেন ৷ আমাদের আলোকিত গুয়াবারিয়ার মূল উদ্দেশ্য হলো গরিব দুঃখী অসহায়দের সাহায্য সহযোগিতা করা ৷ এবং সবার জন্য দোয়া কামনা করে বলেন আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারি তাই আপনার সবাই আমাদের পাশে থাকবেন ৷
এ সময় উপস্থিত ছিল, আলোকিত গুয়াবারিয়ার সদেস্য মোঃ বাচ্ছু আলম, তানিম তালুকদার, ইফাত রায়হান,রুবায়েত, আমির হোসেন, সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ ৷
দোয়া মুনাজাত পরিচালনা করেন নরসিংহ পুর দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হারুনুর রশিদ ।
সার্বিক পরিচালনা করেন, আলোকিত গুয়াবারিয়ার স্থায়ী কমিটির সদস্য মোঃ ইব্রাহীম, আলোকিত গুয়াবারিয়ার উপদেষ্টা ইউপি সদস্য ফয়সাল বিন বাসার ৷










