মোঃ রমজান হোসেন হেল্পলাইন হ্যালো নওগাঁ স্বেচ্ছাসেবী সংগঠন আর্তমানবতার সেবায় এবং অসহায় হতদরিদ্রদের সাহায্যে বদ্ধপরিকর সবসময়ই। সেটিরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান ও ঈদ-উল-ফিতরেও হেল্পলাইনঃহ্যালো নওগাঁর সাহায্যের অগ্রযাত্রা থেমে নেই। অসংখ্য উদ্দমী সদস্যদের উদ্যগে হেল্পলাইনঃহ্যালো নওগাঁ আজ, ০৯ এপ্রিল ২০২৪ (২৯ রমজান) আয়োজন করে অসহায়দের মাঝে ঈদ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি-২০২৪। নওগাঁ জেলার অন্তর্ভুক্ত বেশ কয়েকটি গ্রাম থেকে গরীব অসহায়দের তথ্য সংগ্রহ করাসহ তাদের দোড়গোড়ায় খাদ্য সামগ্রী পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যায় সংগঠনটির সম্মানিত সদস্যবৃন্দ! ফলশ্রুতিতে সংগঠনটির কার্যক্রমের অংশ হিসেবে প্রায় ২০০ টি অসহায় পরিবারকে ইফতার ও ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সংগঠনটির ব্যানারে। খাদ্য সামগ্রীর তালিকায় ছিলো রমজান ও ঈদে ব্যবহার্যতা অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, যেমনঃ আতব চাল, চিনি, সেমাই, দুধ, মুড়ি, পেয়াজ, রসুন, তেল, মুরগি (সোনালি) ইত্যাদি। সংগঠনটির সম্মানিত সদস্যদের স্বেচ্ছায় আর্থিক ভাবে সাহায্য সহ আর্থমানবতার সেবায় এগিয়ে আসা প্রত্যেক সম্মানিত ব্যক্তিবর্গের সাহায্যের মাধ্যমে পুরো কর্মসূচি সফল ভাবে শেষ হয়। এছাড়াও একই দিনে, নওগাঁ জেলার মানুষের বহুল আকাঙ্ক্ষিত "বঙ্গবন্ধু পাবলিক বিশ্ববিদ্যালয়, নওহাটা" প্রতিষ্ঠার দাবিতে হেল্পলাইন হ্যালো নওগাঁ তাদের নিজস্ব ব্যানারে আয়োজন করে মানববন্ধনের। সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতি মানববন্ধন উত্থাপিত এই দাবিকে নিয়েছে অন্যমাত্রায়। হেল্পলাইন হ্যালো নওগাঁ স্বেচ্ছাসেবী সংগঠনের এসব জনহিতকর উদ্যোগ নিতান্তই প্রশংসনীয়। পরিশেষে, হেল্পলাইন হ্যালো নওগাঁর সাহায্যের প্রয়াস পৌঁছে যাক অসহায়দের মাঝে আরো ব্যাপকভাবে। সাহায্যের কর্মপরিধি বাড়ুক প্রতিনিয়ত।