
বরিশালের হিজলায় ২৮শে রমজান রোজ সোমবার বন্ধু ঐক্য পরিষদ এর উদ্যেগে কুরআন খতম ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ৷
বন্ধু ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা রোমান হাওলাদার বলেন ৷ পথশিশু সহ সমাজের কিছু সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র অবহেলিত মানুষের পাশে সর্বদা নির্ভিক আমাদের প্রতিটি সৈনিক ৷ এই মূল মন্ত্রটিকে ধারণ করে এবং এরই ধারাবাহিকতায় বিন্দু বিন্দু করে সিন্ধু গড়ার মত করে গড়ে উঠেছে, বন্ধু ঐক্য পরিষদ ৷
তিনি আরও বলেন ৷ আমাদের বন্ধু ঐক্য পরিষদের মূল উদ্দেশ্য হলো গরিব দুঃখী অসহায়দের সাহায্য সহযোগিতা করা, যেই সমস্ত মানুষ অসুস্থ হলে, এব তাদের যদি রক্ত প্রয়োজন হয়, আমাদের সদেস্যরা নিজের শরির থেকে পৃথিবীর সব চেয়ে দামি রক্ত রোগিদের দান করেন ৷ এবং সবার নিকটে বন্ধু ঐক্য পরিষদের জন্য দোয়া কামনা করে বলেন আপনাদের সহযোগিতা থাকলে আমরা আরও এগিয়ে যেতে পারি তাই আপনার সবাই আমাদের পাশে থাকবেন ৷
এ সময় উপস্থিত ছিল, বন্ধু ঐক্য পরিষদের সদেস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ ৷
দোয়া মুনাজাত পরিচালনা করেন হিজলা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, কাসেমুল উলূম ইসলামীয়া মাদ্রাসা, শামসুন্নাহার মহিলা মাদ্রাসা, ও লূৎফুন্নেছা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা সালাহউদ্দিন খান ৷










