
পিরোজপুর কাউখালীতে ৮ এপ্রিল (সোমবার) উপজেলার ৫ টি ইউনিয়নের সকল মসজিদের ৬৪৩ জন সন্মানিত ঈমাম ও মুয়াজ্জিনদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা বিতরণ করা হয়।
পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ তার ব্যক্তিগত তহবিল থেকে ঈদ উপহার বিতরন করেন। প্রত্যেক ঈমামকে ৩০০০(তিন) হাজার এবং মুয়াজ্জিনদেরকে ২০০০(দুই) হাজার টাকা করে এ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। উক্ত ঈদ উপহার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন,কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ূন কবির, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,৪ নং ইউপি চেয়ারম্যান- লাইকুজ্জামান মিন্টু, সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন,সাবেক ছাএনেতা পলাশ সিকদার সহ কাউখালী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মী বৃন্দ। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা তার বক্তব্যে, উপজেলার সকল ঈমাম মুয়াজ্জিনদের জন্য একটি সমবায় সমিতি গঠনের উদ্যোগ নিবেন বলে জানান। সর্বশেষে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে বলেন, নির্বাচনের পূর্বে কথা দিয়েছিলাম, ইনশাআল্লাহ সংসদ সদস্য নির্বাচিত হলে ঈমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা নিয়ে সংসদে কথা বলবো। আপনারা আমাকে নির্বাচনে জয়ী করে যেভাবে আপনাদের কথা রেখেছেন,আমিও আপনাদের জন্য সংসদে বেতন ভাতা দেয়ার আবেদন জানিয়ে আমার কথা রেখেছি। আপনারা হচ্ছেন সমাজের আলোর দিশারী। এ সময় তিনি আরও বলেন আমি আমার দেয়া সকল প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই কাউখালীর উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছি। অনেক প্রকল্প পাশও হয়ে গিয়েছে। কাউখালীবাসীর জন্য আরও একটি সুখবর হলো আগামী ১লা বৈশাখ থেকে কাউখালীর সকল হাট বাজারের খাজনা আমি নিজে সরকারের কোষাগারে জমা দিব। তিনি উপস্থিত ঈমাম ও মুয়াজ্জিনদের উদ্দেশ্য করে বলেন, আপনারা আপনাদের মসজিদে ও এলাকায় এটা জানিয়ে দিবেন যে,আগামী ১লা বৈশাখ থেকে কাউখালীর হাট বাজারে আর কাউকে খাজনা দিতে হবেনা। অতপর দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি করা হয়।










