
সুনামগঞ্জের জামালগঞ্জে সাপোর্ট হিউম্যানিটি সংগঠনের পক্ষ থেকে দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে জামালগঞ্জ বাজারে প্রায় শতাধিক সাধারণ মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়। সাপোর্ট হিউম্যানিটির সভাপতি নিজাম চিশতী’র সভাপতিত্বে সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ও সাপোর্ট হিউম্যানিটির উপদেষ্টা কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল হুদা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জিয়াউর রহমান, আওয়ামী লীগ নেতা কাসেম, সাইফুল ইসলাম ব্যাপারী প্রমূখ। প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, বিত্তবানসহ সমাজের সচ্ছল ব্যক্তিদের এভাবে মানবিক কাজে এগিয়ে আসা উচিত। এবং সংগঠনের সকলকে এধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানান।










