ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ১ নং গেদুড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের গেদুড়া আদর্শ নিম্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দুরুল হুদার বিরুদ্ধে অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে।
অভিযোগসূত্রে সরজমিনে গেলে অভিযোগকারী মোঃ আব্দুল রহিম আমাদের প্রতিনিধিকে বলেন বিদ্যালয় টি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং আমার নিয়োগ হয় ২০০০ সালে কিন্তু ২০২২ সালে বিদ্যালয় এমপিও ভুক্ত হওয়ার পর প্রধান শিক্ষক দুরুল হুদা আমার বিলের কাগজ পত্র না পাঠিয়ে মোঃ আলামীনের বিল ধরিয়ে দেয় অথচ এই আলামীন বিদ্যালয়ে কখনও সম্পৃক্ত ছিলেন না।আমি এই বিষয়ে আদালতে একটি মামলা করেছি এবং এই প্রধান শিক্ষককের বিচারের দাবি করছি। সরজমিনে গিয়ে বিদ্যালয় খোলার দিন স্কুলে কোন ছাত্র,ছাত্রী ও কর্মচারী উপস্থিত পাওয়া যায়নি। স্থানীয় মোঃ আলম এরসাথে স্কুলের বিষয়ে কথা হলে তিনি বলেন এই বিদ্যালয়ে লেখা পড়ার বিপরীত শুধু একই পদে একাধিক ব্যক্তির কাছে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রধান শিক্ষক দুরুল হুদা নিয়োগ বানিজ্য করছেন। প্রধান শিক্ষক দুরুল হুদার আমাদের প্রতিনিধিকে এই বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি। এই বিষয়ে উক্ত বিদ্যালয়ের সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন, যে চারজনের বিল হয়েছে তাদেরকে আমি বিদ্যালয়ে কখনও দেখিনি প্রধান শিক্ষক তার ইচ্ছেমত বিদ্যালয়ের কাজকর্ম চালাচ্ছেন, যা আমি অবগত নয়। এই বিষয়ে হরিপুর মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল হক মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা ছিল না,যেহেতু বিষয়টি আদালতে গিয়েছে তাই আমার কিছুই করার নেই, কেউ যদি আমর কাছে লিখিত অভিযোগ করে তাহলে আমি তদন্ত করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।