
কালীগঞ্জ জামালপুর এলাকায় মাদকাসক্ত পুত্রের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে ঘুমন্ত অবস্থায় কুড়োল দিয়ে কুপিয়ে হত্যা করেছে বাবা। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল ৬ টার দিকে জামালপুর গ্রামের রশিদ বাগ মারের বাড়িতে। জানা যায় সৌদি ফেরত পুত্র কাউছার বাগমার ৫ মাস পূর্বে দেশে এসে মাদকাসক্তদের সংস্পর্শে মাদক সেবন শুরু করে। প্রায়ই নেশার টাকার জন্য পিতা মাতাকে চাপ প্রয়োগ করত। এমনকি বাবা মাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়ার ঘটনাও ঘটেছে।
গত বুধবার নেশার টাকার জন্য ভোরের দিকে বাবা এবং মাকে বেদম প্রহর করে কাউছার। এ সময় মা বাড়ি থেকে বের হয়ে চলে যায়। ছেলে কাউছার ঘরে ঢুকে শুয়ে ঘুমিয়ে পড়ে, সেই সুযোগে অতিষ্ঠ বাবা ধারালো কুডাল এনে ঘুমন্ত অবস্থায় ছেলের মাথায় কোপ দিয়ে কপালের আংশিক অংশ কপাল থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলে । রশিদ বাগমার ঘটনা ঘটিয়ে নির্বাক অবস্থায় বাড়িতেই বসে থাকে। খবর পেয়ে এলাকার লোকজন দৌড়ে এসে ঘটনাটি দেখে ইউপি চেয়ারম্যান কে খবর দেয়। জামালপুর চেয়ারম্যান তাৎক্ষণিক কালীগঞ্জ থানা কে অবগত করেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ পুলিশসহ ঘটনা গিয়ে ঘাতক বাবাকে আটক করে থানা নিয়ে আসে।
এ বিষয়ে জানতে চাইলে বাবা জানান আমি তার যন্ত্রণা অতিষ্ঠ হয়ে গেছি, সাত লক্ষ টাকা খরচ করে তাকে বিদেশ পাঠায়েছি এখন আমার জমি জমা কিছু নাই। টাকা চাইতে গেলে আমাকে এবং আমার স্ত্রীকে বেধড়ক মারধর করে। এখনো ধারের টাকা পরিশোধ করতে পারি নাই। বর্তমানে পাওনাদাররা প্রায়ই আমার বাড়িতে টাকার জন্য আসে । কিন্তু ছেলে প্রায়ই আমার কাছ থেকে নেশা করার জন্য জোর পূর্বক টাকা চাইত। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই মৃতদেহ সহ মৃতের বাবা রশিদ বাগমারকে আটক করে থানায় নিয়ে এসেছি, এবং গাজীপুর কোর্টে রশিদ বাগমার কে প্রেরন করি। মামলার প্রক্রিয়াধীন।










