পিরোজপুর কাউখালী উপজেলাধীন বেকুটিয়া ব্রিজ সংলগ্ন থেকে সিভিল পোশাক পরিহিত পুলিশের এসআই পরিচয়ে পিরোজপুর টু বরিশাল মহাসড়ক দিয়ে চলাচলকারী গাড়ি হতে চাঁদা উত্তোলনের কালে কাউখালী থানা পুলিশ আটক করেন।
৫ মার্চ (শুক্রবার) দুপুর ১:৩০ এর সময় বেকুটিয়া ৮ম বাংলাদেশ চীনমৈত্রী সেতুর প:পার্শ্বে চলাচলরত বরিশাল টু পিরোজপুর গামী মোটরসাইকেল ও পিকআপ গাড়ীর কাগজপত্র দেখে টাকার দাবি ও মামলার ভয়ভীতি দেখালে, বিষয়টি গাড়ির ড্রাইভার এবং এলাকার লোকজনের সন্দেহ হলে কাউখালী থানায় অবগত করেন।
অতঃপর কাউখালী থানা ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর নির্দেশনায় এসআই জামান এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল গিয়ে প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন, তিনি নিজেকে কর্মরত সহ একজন এসআই আসাদ মুরাদ নামে পরিচয় দান করেন। তাহার কথাবার্তা আচরণ সন্দেহ ভাজন হলে, কর্মস্থলের আইডি কার্ড এবং সঠিক পরিচয় দিতে না পারায়, নিজেকে ভুয়া পুলিশ অফিসার পরিচয় দেয়ার মর্মে ১৫৪ ধারায় কাউখালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ ও দেহ তল্লাশি করিলে তার পকেটে থাকা ছবি সম্বলিত জাতীয় পরিচয় পত্রের ফটোকপি পাওয়া যায়, যাতে তার নাম:- দীপ পাল (২১)পিতা: গৌরাঙ্গ চন্দ্র পাল,গ্রাম: উত্তর শিহিপাশা,থানা আগৈলঝাড়া বরিশাল। এছাড়াও তাহার মোবাইল ফোন স্ক্রিনে সিআইডি লোগো সহ পুলিশ কর্মকর্তার ভিজিটিং কার্ড জব্দ করা হয়। তদন্ত কর্মকর্তা বলেন, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে পরিচয় ও আইডি কার্ড ভিন্ন থাকায় সঠিক পরিচয় যাচাই-বাছাই করত অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়।
কাউখালী থানা ইনচার্জ মোঃ হুমায়ুন কবির বলেন উল্লেখিত আসামি ভুয়া পুলিশ পরিচয় ও সঠিক পরিচয় গোপন করিয়া বিভিন্ন মহাসড়ক থেকে চাঁদা আদায় করায় তাহার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা মামলা রুজু করিয়া পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়।