নওগাঁর বলিহার‌ে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ৩৩ তম ২৪ প্রহরবাপী লীলা কীর্তন ‌যজ্ঞ অনুষ্ঠিত
Spread the love

নওগাঁর জেলার সদর উপজেলার বলিহার‌ রাজবাড়ীর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে অন্তর্গত ৩৩ তম অধিবেশনে শ্রী শ্রী রাধাগোবিন্দ প্রাঙ্গণে ২৪ প্রহর ব্যাপী পদাবলী কীর্ওন শুরু হয়েছে সার্বিক সহযোগিতা পরিচালনায় শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির ও অত্র গ্রামের এলাকার গৌড় ভক্ত বৃন্দ বলিহার‌ ।

সভাপতিঃ জীবনাবসা সঞ্চালনায় অধিবাস ১৬ই চৈত্র ১৪৩০ বাংলা ৩০ ই মার্চ ২০২৪ ইংরেজি রোজ শুনিবার সন্ধ্যায় শ্রীভাগবত গীতা পাঠ অন্তে মঙ্গল ঘর স্থাপন ও শুভ অধিবাস ও ধর্মালোচনা এবং শুভ অধিবাস এতে গীতা পাঠ করেন ধর্মীয় বিষয়ে আলোচনা করেন ১৭,১৮, ও ১৯ ই চৈত্র ১৪৩০ বাংলা (৩১ মার্চ ১,২,৩ এপ্রিল ২০২৪ ইং) রবিবার সোমবার ও মঙ্গলবার ২৪ প্রহর( ৩ দিন) ব্যাপী শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলা কীর্তন। অরুনোদয় হতে ২০ চৈত্র ১৪৩০ বাংলা (৩ এপ্রিল ২০২৪ ইং ) বুধবার কুঞ্জভঙ্গ কীর্তন অন্তে মধ্যাহ্নে শ্রী শ্রীমন্নহা প্রভুর ভোগ ও কীর্তন অন্তে মহাপ্রসাদ বিতরণ। ২১ চৈ১৪৩০ বাংলা (৪ এপ্রিল ২০২৪ ইং ) বৃহস্পতিবার নগর কীর্তন, হরিরলুট ও নিজ কৃপাগুনে‌ মহন্ত বিদায।
রসামৃতপরিবেশনায়ঃ
১/প্রথম দলঃ শ্রীমান রাজীব কুমার বিশ্বাস দেবহাটা, সাতক্ষীরা।
২/দ্বিতীয় দলঃ শ্রীদ্বিদল কৃষ্ণ রায় সোনাতলা, বগুড়া।
৩/তৃতীয় দলঃ শ্রীমতি রাধারানী প্রামানিক বাগমারা রাজশাহী।
৪/চতুর্থ দলঃ শ্রী প্রেমানন্দ হালদার
মান্দ, নওগাঁ। ভোগ মহোৎসবঃ
এই অনুষ্ঠান ১৬ ই চৈত্র ১৪৩০ বাংলা (৩০ মার্চ ২০২৪ ইং) শুনিবার কুঞ্জভঙ্গ অন্তে নগর কীর্তন ও মহাপ্রভুর ভোগ মহাপ্রসাদ মধ্যাহ্নে শ্রী শ্রী মন্নহার প্রভুর ভোগ কীর্তন মহাপ্রসাদ বিতরণঃ সনাতন ধর্মাবলম্বী এই মন্দিরটি আজ থেকে প্রায় ২০- ৩৫ বছর পুর্বে প্রতিষ্ঠিত হয়েছে সাবেক এমপি মরহুম আব্দুল জলিল এই মন্দির সংস্কারের অনুদান দেন এই মন্দিরটি নির্মাণ করে দেন,ও বিভিন্ন সাহায্য সহযোগিতা এবং সাবেক এমপি মরহুম আব্দুল জলিলের পুত্র নিজামুদ্দিন জলিল জন জয়ীর পর এমপি ওয়াদা সফল হয়েছে বলিহার‌ রাজবাড়ীর শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের উন্নয়ন গ্রামের উন্নয়ন রাস্তা-ঘাট গোবিন্দ মন্দির দূর্গা মন্দিরসহ উন্নয়ন করেন মন্দিরে কাজ করেন প্রাচীন নির্মাণ। এতে উপস্থিত ছিলেন ইউনিয়নে বিজয়ী মেম্বার শ্রী সুমন চন্দ্র মন্ডল আওয়ামীলীগ ও তৃনমুল নেতা কর্মীরা মহাযজ্ঞে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31