গোমস্তাপুরে অপহরণ পূর্বক শিশুকে হত্যা মামলায় জড়িত ক্লুলেস হত্যা মামলার সন্ধিগ্ধ ০২ জনকে গ্রেফতার
সিপিসি-১, র্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল ০৩ মার্চ ২০২৪ ইং তারিখ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের বেলাল বাজারে অভিযান পরিচালনা করে ভ্যান চালক কিশোরকে অপহরণ পূর্বক ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত সন্ধিগ্ধ আসামী ১। মোঃ বদিউজ্জামান (৩২), পিতা-মোঃ আজাহার আলী, সাং-শুক্রবাড়ী, ২। মোঃ আলী হাসান সনি (১৯), পিতা-তরিকুল ইসলাম, সাং-উদয় নগর, উভয় থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ০৭:০০ কিশোর ভ্যান চালক ভ্যান নিয়ে ভাড়া মারার জন্য বাড়ি থেকে বাহির হলে দুর্বৃত্তরা অপহরণ পূর্বক নৃশংসভাবে হত্যা করে। ঘটনার পর থেকেই র্যাব এই হত্যাকান্ড সংক্রান্ত বিষয়ে ছায়া তদন্ত শুরু করে। ভিকটিমকে হত্যা করে মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের চৌডালা মৌজাস্থ সাবেক মেম্বার মোঃ জাকারিয়া এর আম বাগান ও আখ ক্ষেতের পশ্চিম পাশে পাঁকা রাস্তা সংলগ্ন স্থানে ফেলে রাখে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোমস্তাপুর থানায় ০৩ এপ্রিল ২০২৪ ইং তারিখ একটি হত্যা মামলা দায়ের করেন। গোয়েন্দা তথ্যের মাধ্যমে মামলা রুজু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন বেলাল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ক্লুলেস হত্যাকান্ডের সাথে জড়িত সন্ধিগ্ধ আসামী ১। মোঃ বদিউজ্জামান (৩২), পিতা-মোঃ আজাহার আলী, সাং-শুক্রবাড়ী, ২। মোঃ আলী হাসান সনি (১৯), পিতা-তরিকুল ইসলাম, সাং-উদয় নগর, উভয় থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করে। এই চাঞ্চল্যকর মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার করার জন্য র্যাব এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
উপরোক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামীকে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।