
আজ ২২ রমজান মঙলবার বরিশাল শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের ২০০ জন এতিম শিশু ও ৭০ জন অতিথিদের নিয়া ইফতার মাহফিল ও দোয়ার আয়োজন করেন সেচ্ছাসেবী সংগঠন রক্তদানের অপেক্ষায় বরিশাল ROB. এ সময় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক ও উপ প্রকল্প পরিচালক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় সহকারী পরিচালক তার বক্তব্যে বলেন দুস্থ ও অসহয় মানুষের পাশে থাকার জন্য এমন সংগঠন খুবই প্রয়োজন। এবং সংগঠন টিকে খুব দ্রুত রেজিষ্ট্রেশন করার জন্য কার্যক্রম গ্রহনের অনুরোধ জানান,এ সময় এতিম শিশুদের কে খুব উৎফুল্ল দেখা যায়,এমন অনুষ্ঠান পেয়ে তাদের চোখে মুখে ছিলো খুশীর জোয়ার।সর্বপরি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করেন ROB এর প্রতিষ্ঠাতা মো: শাহাদাত হোসেন।
ভিউ: ৩১৭










