পাইকগাছায় গাঁজা গাছ-সহ মাদক কারবারি ও অন্যান্য মামলায় আটক – ৮
Spread the love

খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে গাঁজা গাছ-সহ ২ মাদক কারবারি ও অন্যান্য মামলার আরো ৬ জন আসামিকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, ২ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের মোঃ নাজমুল সরদার (২৮) বাড়িতে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ টি গাঁজা গাছ উদ্ধার করে। সংশ্লিষ্ট সূত্র বলছে, নাজমুল বাড়ির উঠানে গাঁজা গাছ চাষ করতো। এসময় থানা পুলিশ ৫টি গাজা গাছ-সহ শাহাপাড়া গ্রামের মোঃ শাহ আলম সরদারের পুত্র মাদক কারবারি মোঃ নাজমুল সরদার (২৮) ও মোঃ রহিম সরদারের পুত্র মোঃ সোহাগ সরদার (১৯) কে আটক করে। অপরদিকে থানা পুলিশের চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকা থেকে পরোয়ানাভুক্ত এর দায়ে আরো ৫ জন পুরুষ ও ১ জন নারী কে আটক করেছে। উপরে উল্লেখিত বিষয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজা গাছ-সহ আটক ব্যক্তিদের নামে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। এবং মাদক মুক্ত উপজেলা গড়ার লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যহতভাবে চলতে থাকবে। পাশাপাশি সকল আসামি’কে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31