ময়মনসিংহের ভালুকায় সন্ত্রসী হামলার শিকার হয়েছেন উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম সে অএ ইউনিয়নের পাঁচগাও গ্রামের আব্দুল বারেক ছেলে।
সোমবার (১ এপ্রিল ) সকাল ১১টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পরিষদের ইউপি সদস্যের ওপর সন্ত্রাসী হামলা ঘটনা ঘটে। আহত ওই ইউপি সদস্যকে ভালুকা উপজেলা সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন চেয়ারম্যান হারুন অর রশিদ। স্থানীয় ও আহত মেম্বারের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১ এপ্রিল ) সকাল ১১টার উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন পরিষদে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। খবর পেয়ে বর্তমান চেয়ারম্যান তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে